
সেলেনা গোমেজের বিয়ের তারিখ ফাঁস
ফাঁস হয়ে গেল সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজের বিয়ের তারিখ। দীর্ঘদিনের প্রেমিক সংগীত প্রযোজক ও গীতিকার বেনি ব্ল্যাঙ্কোকে আগামী সেপ্টেম্বরে বিয়ে করতে চলেছেন তিনি। ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোর একটি ভেন্যুতে দুই দিনব্যাপী চলবে বিয়ের আয়োজন। এরই মধ্যে অতিথিদের আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ খবর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেলেনা ও ব্ল্যাঙ্কোর পরিবারের সদস্য ও ইন্ডাস্ট্রির কাছের বন্ধুরা। তালিকায় রয়েছে টেইলর সুইফট ও তাঁর প্রেমিক ট্রাভিস কেলসি, ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সিনেমার কলাকুশলী, ব্ল্যাঙ্কোর সহকর্মীসহ অনেকে।
উইকেন্ডে হবে এ অনুষ্ঠান। যেহেতু দুই দিনের অনুষ্ঠান, তাই রাত্রিযাপনের জন্য ব্যাগপত্র নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে অতিথিদের।
২০২৩ সালের জুনে প্রেমের সম্পর্কে জড়ান সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো। ওই বছরের ডিসেম্বরে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। এক বছরের মাথায় গত বছরের ডিসেম্বরে বাগদান সারেন তাঁরা। ওই সময় সেলেনা জানিয়েছিলেন, ব্ল্যাঙ্কোর সঙ্গে সব সময়ই নিরাপদ বোধ করেন তিনি। তাই সারা জীবন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
- ট্যাগ:
- বিনোদন
- তথ্য ফাঁস
- বিয়ে
- সেলেনা গোমেজ