
রিটার্ন দিলেও কর দেন না ৩০ লাখ করদাতা
আয়কর রিটার্ন দাখিল করলেও প্রায় ৩০ লাখ করদাতা কর দেন না। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসব তথ্য জানিয়েছে। এই বিপুলসংখ্যক করদাতা মূলত শূন্য রিটার্ন দেন। তাঁদের কোনো করযোগ্য আয় নেই।
গতকাল সোমবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়কর রিটার্ন জমা দিয়ে কোনো কর দেন না—এমন করদাতাদের তথ্য দিয়েছে। এনবিআর আরও জানিয়েছে, কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) থাকা সত্ত্বেও প্রায় ৭২ লাখ করদাতা রিটার্ন দেন না। কর দেন না এবং রিটার্ন জমা দেন না—এমন এক কোটি করদাতার কাছ থেকে কর আদায়ে জোর দেওয়ার কথা বলা হয়েছে।
বর্তমানে ১ কোটি ১২ লাখের মতো টিআইএনধারী আছেন। তাঁদের মধ্যে প্রতিবছর গড়ে ৪০-৪২ লাখ টিআইএনধারী রিটার্ন দেন।
গতকাল এনবিআরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আয়কর বিভাগের জুলাই মাসের রাজস্ব পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। আয়কর বিভাগের সদস্য, কমিশনার ও মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওই সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, ২০২৫-২৬ অর্থবছরের জন্য আয়কর কর্মকর্তাদের অগ্রাধিকার হোক ওই এক কোটি করদাতা। এ ছাড়া জরিপ ও স্পট অ্যাসেসমেন্ট কার্যক্রম জোরদার করে নতুন করদাতা খুঁজে বের করার জন্য এনবিআর চেয়ারম্যান নির্দেশ দেন। তিনি বকেয়া আদায়ে কোনো সমস্যা হচ্ছে কি না, তা জানতে চান এবং আদায় বাড়াতে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।
এনবিআর চেয়ারম্যান করদাতাদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিতে চলতি মাসের মধ্যেই সব নথি ট্রান্সফার সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেন।