You have reached your daily news limit

Please log in to continue


কণ্ঠস্বর নকলের প্রযুক্তি নিয়ে কাজ করা স্টার্টআপ কিনল মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ভয়েস ক্লোনিং (কণ্ঠ নকল) প্রযুক্তি নিয়ে কাজ করা ক্যালিফোর্নিয়ার স্টার্টআপ ‘প্লে এআই’ এখন মেটার মালিকানায়।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ দাবি করেছে। সংবাদমাধ্যমটি জানায়, প্রতিষ্ঠানটির একটি অভ্যন্তরীণ মেমোতে উল্লেখ করা হয়েছে, আগামী সপ্তাহেই প্লে এআইয়ের পুরো দল মেটায় যোগ দেবে।

নতুন এই দলে থাকা সদস্যরা মেটার জোহান শাল্কউইকের অধীনে কাজ করবেন। তিনি এর আগে গুগলে স্পিচ এআই গবেষণা বিভাগের দায়িত্বে ছিলেন এবং সম্প্রতি আরেকটি ভয়েস এআই স্টার্টআপ থেকে মেটায় যোগ দিয়েছেন।

প্লে এআই এমন একটি টুল তৈরি করেছে, যা ব্যবহারকারীর কণ্ঠ হুবহু নকল করতে পারে। একই সঙ্গে এটি সম্পূর্ণ নতুন মানবসদৃশ কণ্ঠস্বরও তৈরি করতে পারে, যা ওয়েবসাইট, অ্যাপ ও ফোনে ব্যবহার করা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন