বলিউড অভিনেত্রী কিয়ারা আদবাণী গত মে মাসে সর্বশেষ ক্যামেরার সামনে এসেছিলেন। মেট গালা অনুষ্ঠানে গর্ভবতী অবস্থায় অংশগ্রহণ নিয়ে ইতিহাস তৈরি করে করেছিলেন তিনি। এরপর তিনি আর একবারও প্রকাশ্যে আসেননি। এ অভিনেত্রী বাড়ি থেকে যখনই বের হয়েছেন, তখনই থেকেছেন ছাতার আড়ালে।
গর্ভবতী অবস্থায় অন্যান্য বলিউড অভিনেত্রীরা যেখানে একের পর এক ফটোশুট করেন, সেখানে দাঁড়িয়ে এখন পর্যন্ত তেমন কোনো ছবি পোস্ট করতে দেখা যায়নি কিয়ারাকে। বরং ফটো সাংবাদিকরা ঘিরে ধরলে বারবার বিরক্ত হয়েছেন সিদ্ধার্থ। কিন্তু এর মধ্যেই হঠাৎ দেখা গেল, কিয়ারাকে হাসপাতালে প্রবেশ করতে।