You have reached your daily news limit

Please log in to continue


৪-জাতি জোট: ভারত ‘ব্যর্থ’, চীন পারবে কি?

২০১৫ সালের ১৫ জুন। স্থান ভুটানের রাজধানী থিম্পু। বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালকে (বিবিআইএন) নিয়ে যে উপ-আঞ্চলিক অর্থনৈতিক করিডোর গড়ার প্রচেষ্টা তা আরও বেগবান করতে সেই দিন সই করা হয় মোটর ভেহিকলস অ্যাগ্রিমেন্ট (এমভিএ)। এর লক্ষ্য ছিল চুক্তিতে সই করা চার দেশের মধ্যে যান চলাচল বাড়ানো। দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক সংহতি।

এর ঠিক ১০ বছর পর অর্থাৎ চলতি ২০২৫ সালের ১৯ জুন চীনের কুনমিং শহরে পাকিস্তান ও বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে চীনের বৈঠকের পর থেকেই রাজনৈতিক বিশ্লেষকরা এই অঞ্চলে নতুন এক 'চার-জাতি' জোট বা 'কোয়াড' গঠনের আভাস দিয়ে যাচ্ছেন।

গত ৮ জুলাই পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এ প্রকাশিত এক নিবন্ধের শিরোনামে প্রশ্ন রাখা হয়, 'সাউথ এশিয়ান কোয়াড?' এতে বলা হয়—গত মে ও জুনে চীনের সহায়তায় পাকিস্তান দক্ষিণ এশিয়ার দুই গুরুত্বপূর্ণ দেশ আফগানিস্তান ও বাংলাদেশের সঙ্গে সহযোগিতাপূর্ণ ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছে।

আরও বলা হয়—চীন, পাকিস্তান ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় স্ট্র্যাটিজিক ডায়ালগ ফোরাম এক দশক আগে গঠিত হলেও সাম্প্রতিক কৌশলগত আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে তা আবার গতি পাচ্ছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উন্নতি হওয়ায় ত্রিদেশীয় জোটটি আবার আলোচনায় এসেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন