
ডলারের দর কমছে কেন?
এক সপ্তাহের ব্যবধানে প্রধান বিদেশি মুদ্রা ডলারের দর এক টাকা পর্যন্ত কমেছে; যার পেছনে বেশ কিছু কারণ তুলে ধরেছেন ব্যাংকার ও ব্যবসায়ীরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বৃহস্পতিবার (১০ জুলাই) ব্যাংকগুলো ১২১ টাকা ৮৫ পয়সায় ডলার বিক্রি করেছে। আট দিন আগে ২ জুলাই এ দর ছিল ১২২ টাকা ৮৫ পয়সা। মূলত ওই দিনের পর থেকে ডলারের দর একটু একটু করে কমতে থাকে এবং ১০ জুলাই তা ১২১ টাকার নিচে নামে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের অর্থ পেতে ১৪ মে ডলারের বিনিময় মূল্য বাজারভিত্তিক করার ঘোষণা দেওয়ার পরও তা না বেড়ে দেড় মাস পর উল্টো কমছে।
আগের চেয়ে শর্ত শিথিল করার পর বেড়ে যাওয়ার শঙ্কা কাটিয়ে প্রথমে কিছুদিন একই জায়গায় ঘুরপাক খাওয়ার পর গত দেড় সপ্তাহ থেকে তাতে কিছুটা নিম্নমুখী ভাব দেখা যায়। এর কারণ হিসেবে রেমিটেন্সের পাশাপাশি রপ্তানি আয় বাড়ায় বাজারে ডলারের সরবরাহ স্বাভাবিক থাকার কথা বলছেন ব্যাংকাররা। মূলধনি যন্ত্রপাতির আমদানি কমায় সেভাবে ডলার খরচ হচ্ছে না বলেও তুলে ধরেন তারা।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- ডলারের দাম