You have reached your daily news limit

Please log in to continue


কোথায় হারাল সোনালী যুগ? ঢাকাই সিনেমার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ

ষাট, সত্তর ও আশির দশকের মাঝামাঝি পর্যন্ত সাধারণ মানুষের জন্য বিনোদনের অন্যতম মাধ্যম ছিল বাংলা সিনেমা। সবাক সিনেমার যাত্রা শুরু হওয়ার কিছুকাল পর ওই সাদা-কালো সিনেমাই হয়ে উঠল সর্বস্তরের মানুষের বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম। ধীরে ধীরে বাংলা সিনেমা এতটা জনপ্রিয় হয়ে ওঠে যে, ধনী-গরিব, শিক্ষিত-অশিক্ষিত, নারী-পুরুষ, ছোট-বড় সবাই এর প্রতি আকৃষ্ট হতে লাগল। শহরের মানুষ তো পারিবারিকভাবে একেবারে উৎসবের সঙ্গে সিনেমা উপভোগ করত। গ্রাম থেকেও মানুষ সদলবলে শহরে গিয়ে সিনেমা দেখত।

বাংলাদেশের স্বাধীনতার আগে ১৯৫৬ সালে মুক্তি পাওয়া ‘মুখ ও মুখোশ’ ছিল প্রথম বাংলা সবাক সিনেমা। অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তখন সময়ের নির্মাতারা নির্মাণযজ্ঞ চালিয়ে গেছেন। এরপরও অসাধারণ সব সিনেমা নির্মিত হয়েছে। ১৯৫৯-১৯৭১ সাল পর্যন্ত প্রতিবছর সিনেমা মুক্তি পেয়েছে। বাঙালির স্বাধীনতা আন্দোলন যত তীব্রতর হয়েছে, সিনেমা নির্মাণের প্রবণতা ততই বৃদ্ধি পেয়েছে। ১৯৬৭, ৬৮, ৬৯ ও ৭০ সালে উল্লেখযোগ্য সংখ্যক সিনেমা মুক্তি পেয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন