You have reached your daily news limit

Please log in to continue


খুলনায় গুলি করে, রগ কেটে সাবেক যুবদল নেতাকে হত্যা

খুলনা নগরীতে গুলি করে ও রগ কেটে যুবদলের সাবেক এক নেতাকে হত্যা করা হয়েছে।

শুক্রবার বেলা দেড়টার দিকে পশ্চিম মহেশ্বরপাশা এলাকায় ওই নেতার বাসার সামনে এ ঘটনা ঘটে বলে দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী জানান।

নিহত মাহবুবুর রহমান মোল্লা (৩৮) দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি এবং মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা আব্দুল করিম মোল্লার ছেলে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে ওসি বলেন, বাসার সামনে নিজের প্রাইভেট কার পরিষ্কার করছিলেন মাহবুবুর। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন এসে তাকে গুলি এবং দুই পায়ের রগ কেটে হত্যা করে। মোটরসাইকেলে একজন হেলমেট পরা থাকলেও অপর দুজনের মাথায় হেলমেট ছিল না।

স্থানীয়রা গুরুতর অবস্থায় মাহবুবুরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন