সাইফউদ্দিনকে দলে নেওয়ার কারণ জানালেন লিটন

যুগান্তর প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ১২:১৩

বাংলাদেশ দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল। এর মধ্যে তানজিম হাসান সাকিব ব্যাটে-বলে পারফর্ম করে সেই ঘাটতি কিছুটা পূরণ করছেন। সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত হওয়া এই পেসার শেষের দিকে নেমে দ্রুত রান তোলার পাশাপাশি বল হাতেও উইকেট নিচ্ছেন। শ্রীলংকার বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ২১ বলে অপরাজিত ৩৩ রান করে দলের সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি।


এবার টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে একই ধরনের ভূমিকার জন্য দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা এই পেস বোলিং অলরাউন্ডারের কাছ থেকেও ব্যাটে-বলে অবদান রাখার প্রত্যাশা করছে দল। সিরিজ শুরুর আগে বিষয়টি স্পষ্ট করেছেন অধিনায়ক লিটন দাস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও