
রিয়ালকে গুঁড়িয়ে ফাইনালে পিএসজি
ডেইলি স্টার
প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ১১:৩৮
দুর্দান্ত ছন্দের ধারা বজায় রাখল পিএসজি। ফরাসি জায়ান্টরা স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে পাত্তাই দিল না। একপেশে লড়াইয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে ফাইনালে উঠল লুইস এনরিকের দল।
বুধবার নিউইয়র্কে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে চেলসির বিপক্ষে ফাইনাল লড়াইয়ের মঞ্চ তৈরি করেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
মেটলাইফ স্টেডিয়ামে ৭৭,৫৪২ দর্শকের অধিকাংশই ছিলেন রিয়াল সমর্থক। তাদের হতাশায় ডুবিয়ে পিএসজির হয়ে গোল করেন ফ্যাবিয়ান রুইজ, উসমান দেম্বেলে ও গঞ্জালো রামোস।
খেলার শুরুতেই দাপট দেখিয়ে এগিয়ে যায় পিএসজি। রিয়ালের রক্ষণের হাস্যকর ভুলে ৬ মিনিটে রুইজ ও ৯ মিনিটে গোল করে বসেন দেম্বেলে। এই দুই গোল শোধ দেয়ার অবস্থায় যেতে না যেতেই ২৪ মিনিটে দলের তৃতীয় গোল করেন রুইজ। ম্যাচ থেকে তখন অনেকটাই ছিটকে গেছে রিয়াল।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল ম্যাচ
- পিএসজি