
সাইবার সহিংসতার শিকার ৯৭ শতাংশই নারী ও শিশু
দেশে সাইবার ও লিঙ্গভিত্তিক সহিংসতার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে সাইবার সহিংসতার শিকার হওয়াদের মধ্যে ৯৭ শতাংশই নারী ও শিশু। আজ বুধবার ‘সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন প্ল্যাটফর্ম’-এর এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সারা দেশে ঘটে যাওয়া নারী ও শিশুর প্রতি সাইবার সহিংসতার ২৯টি ঘটনা বিশ্লেষণ করে প্ল্যাটফর্মটি এই প্রতিবেদন তৈরি করেছে। এসব ঘটনা বিভিন্ন সময়ে গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থাগুলো প্রকাশ করেছে।
সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন প্ল্যাটফর্ম অনলাইনে সংঘটিত নারী ও শিশু সহিংসতার প্রতিকার ও প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করে আসছে। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) উদ্যোগে গঠিত এই প্ল্যাটফর্মে ব্র্যাক, নারীপক্ষ, বাংলাদেশ মহিলা পরিষদ, আইন ও সালিশ কেন্দ্র (আসক), সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনসহ (সিক্যাফ) মোট ১৪টি সংগঠন রয়েছে।