
ইসরায়েলের দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভেঙে পড়ার জন্য তাহলে কি অনুপ্রবেশ দায়ী
ইন্টারনেটে নতুন একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। ভিডিওটির মধ্য দিয়ে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সম্প্রতি তেল আবিবের মধ্যাঞ্চলে ইসরায়েলের চালানো আত্মঘাতী হামলার ঘটনাটি ভুলবশত হয়নি; বরং অভ্যন্তরীণভাবে নাশকতা চালানো হয়েছে।
ভিডিওটি অনলাইনে প্রকাশ করেছে ‘দ্য সন্স অব রুহুল্লাহ’ নামের একটি সংগঠন। ১৭ জুন ভোরে ইসরায়েলে ইরানের দশম দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলাকালে ইসরায়েলি প্রতিরক্ষাব্যবস্থার এক নিয়ন্ত্রণকক্ষের ভেতরকার দৃশ্য দেখা গেছে ওই ভিডিওতে। ‘দ্য সন্স অব রুহুল্লাহ’ দাবি করছে, এটি ইসরায়েলের ওই নিয়ন্ত্রণকক্ষের তাৎক্ষণিক কার্যক্রমের দৃশ্য।
ভিডিওতে দেখা যায়, নিয়ন্ত্রণকক্ষে থাকা স্ক্রিনগুলোতে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার নির্ধারিত লক্ষ্যপথ বদলে যেতে দেখা গেছে। তা ছাড়া দূর থেকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় অনুপ্রবেশের কার্যকলাপও দেখা গেছে।