
ইনস্টাগ্রাম রিলে ভিউ বাড়াতে টেক্সট, স্টিকার ও মিউজিক লাগাবেন যেভাবে
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ১৬:৫৪
মেটার মালিকাধীন ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম তরুণ প্রজন্মের কাছে বেশি জনপ্রিয়। এই প্ল্যাটফর্মে রিলস ফিচারটি চালু হওয়ার পর জনপ্রিয়তা যেন আরো বেড়ে গেছে। মূলত দৈনন্দিন জীবনের মুহূর্তকে সৃজনশীলভাবে প্রকাশ করা যায় রিলের মাধ্যমে। ইনস্টাগ্রাম রিলে স্টিকার, মিউজিক ও টেক্সট যুক্ত করলে তা হয়ে ওঠে আরো বেশি মনোমুগ্ধকর। এসব উপাদান রিল এডিট করার সময় সহজেই যুক্ত করা যায়। সবগুলো একই সঙ্গে বা যেকোনো একটি উপাদান রিলে যুক্ত করা যায়।
যেভাবে রিলে টেক্সট যুক্ত করবেন
- প্রথমেই ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।
- নিচের দিকে থাকা ‘+’ আইকনে ক্লিক করুন।
- এবার নিচের দিকে রিল অপশনে ক্লিক করুন। এর ফলে ইনস্টাগ্রামের ক্যামেরা ও ফোনের গ্যালারি একই সঙ্গে দেখা যাবে।
- স্ক্রিনের ওপরের বাম কোণে ক্যামেরা আইকনে ক্লিক করে নতুন রিল তৈরি করতে পারেন।
- অথবা গ্যালারি থেকে বিদ্যমান রিল নির্বাচন করুন।
- রিল তৈরি বা এডিট করার স্ক্রিনে নিচের দিকে থাকা টেক্সট আইকনে (Aa) ক্লিক করুন।
- এবার পছন্দমতো টেক্সট টাইপ করুন।
- নিচের দিকে থাকা বিভিন্ন অপশন ব্যবহার করে তা কাস্টমাইজ করতে পারবেন।
- এবার ডান কোণায় থাকা ‘ডান’ বাটনে ট্যাপ করলেই টেক্সটি রিল ভিডিওর সঙ্গে যুক্ত হয়ে যাবে।
যেভাবে স্টিকার যুক্ত করবেন
- ওপরের ধাপ অনুসরণ করে রিল এডিট স্ক্রিন চালু করুন।
- নিচের দিকে স্টিকার আইকনে ক্লিক করুন।
- এবার স্টিকার তালিকা স্ক্রল করে পছন্দের স্টিকার খুঁজে বের করুন।
- ওপরের টেক্সট বক্সে স্টিকারের নাম টাইপ করেও তা খুঁজে নিতে পারবেন।
- পছন্দের স্টিকারের ওপর ট্যাপ করুন। এরপর স্টিকারটি টেনে রিলের যেকোনো জায়গায় রাখতে পারবেন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- মিউজিক
- স্টিকার
- রিলস
- ইনস্টাগ্রাম
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ৪ মাস আগে
১ বছর, ৪ মাস আগে
১ বছর, ৪ মাস আগে
১ বছর, ৬ মাস আগে