You have reached your daily news limit

Please log in to continue


আমার আউটই দলকে চাপে ফেলেছে, বললেন মিরাজ

শ্রীলঙ্কার বিপক্ষে কাল তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ হারল কেন? কারণ হয়তো একাধিক। তবে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ম্যাচ শেষে মূল কারণ হিসেবে জুটি গড়তে না পারার কথা বলেছেন।

পাশাপাশি তাঁর আউটে যে বাংলাদেশ চাপে পড়েছে, সেটিও স্বীকার করেছেন শ্রীলঙ্কা সিরিজে স্থায়ীভাবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পাওয়া এই অলরাউন্ডার।

শ্রীলঙ্কার ২৮৫ রান তাড়া করতে নেমে মিরাজ ও তাওহিদ হৃদয় চতুর্থ উইকেটে ৪৩ রানের জুটি গড়েন। এ জুটিতে বাংলাদেশ দল স্বপ্নও দেখছিল। কারণ, মিরাজ বেশ ইতিবাচক ক্রিকেট খেলছিলেন।

তবে ২১তম ওভারের শেষ বলে দুনিথ ভেল্লালাগের বলে ২৫ বলে ২৮ রান করে মিরাজ আউট হওয়ার পর বাংলাদেশের জন্য সমীকরণটা কঠিন হয়ে যায়। তাঁর আউটের পর বাংলাদেশের ২৯ ওভারে ১৮১ রান প্রয়োজন ছিল। মিরাজও ম্যাচ শেষে বলছেন, তাঁর আউট বাংলাদেশকে বিপদে ফেলেছে।

বাংলাদেশ অধিনায়কের ভাষায়, ‘আমি আউট হওয়ার ফলে দল চাপে পড়ে। আমি রান রেটের সঙ্গে তাল মিলিয়ে খেলার চেষ্টা করছিলাম। প্রতি ওভারে অন্তত একটি বাউন্ডারি নেওয়ার পরিকল্পনা ছিল, যেন হৃদয়ের ওপর চাপ না পড়ে। তাই হিসাব করে ঝুঁকি নিয়েছিলাম। কিন্তু শটটা ঠিকভাবে খেলতে পারিনি। ঠিকভাবে খেললে ছক্কা হতো।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন