
জনগণ পাশে থাকলে দিল্লি পালাতে হয় না, লন্ডন থাকতে হয় না: হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জনগণের রাজনীতি করবে এবং সব সময় জনগণের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, জনগণ পাশে থাকলে কোথাও পালাতে হয় না। আসছে নির্বাচন উপলক্ষে ভোটারদের উদ্দেশে তিনি বলেছেন, ‘কোনো মার্কার কাছে, কোনো দলের কাছে আমাদের বিবেক যেন বন্ধক না দিই, সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।’
আজ মঙ্গলবার বিকেলে মেহেরপুরের গাংনী পৌর শহরের বাসস্ট্যান্ডে আয়োজিত জাতীয় নাগরিক কমিটির জুলাই পদযাত্রার পথসভায় দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ক্ষমতার উৎস দিল্লি নয়, ক্ষমতার উৎস বসুন্ধরা গ্রুপ নয়, ক্ষমতার উৎস এস আলম নয়। ক্ষমতার উৎস কোনো ব্যবসায়ী নয়। ক্ষমতার উৎস কেবল জনগণ। জনগণ যদি পাশে থাকে তবে দিল্লি পালাতে হয় না, লন্ডন থাকতে হয় না। জনগণ যদি পাশে থাকে তাহলে এই ৫৬ হাজার বর্গমাইলে জন্ম ও মৃত্যু হয়। আমরা কোনো পিন্ডির ওপরে, কোনো দিল্লির ওপরে, কোনো আমেরিকার ওপরে নির্ভর করতে চাই না।’