You have reached your daily news limit

Please log in to continue


ফরিদা পারভীনকে নিয়ে 'ভুয়া খবর' না ছড়ানোর অনুরোধ পরিবারের

লালনগীতি শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অসুস্থতা নিয়ে 'ভুয়া খবর' না ছড়ানোর অনুরোধ জানিয়েছে তার পরিবার।

মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ এই শিল্পীর মৃত্যুর খবর দিয়েছেন। তা ‘সত্য নয়’ বলে জানিয়েছেন ফরিদা পারভীনের স্বামী বাঁশিবাদক গাজী আবদুল হাকিম।

তিনি বলেন, "এ ধরণের বিভ্রান্তিকর খবর কারা ছড়াচ্ছে জানি না। ফরিদা পারভীন অসুস্থ, এটা ঠিক আছে। কিন্তু মারা যাননি।"

ফরিদা পারভীনের শারীরিক অবস্থা ‘আগের চেয়ে একটু ভালো’ বলে জানিয়েছেন নজরুলসংগীতশিল্পী বিজন মিস্ত্রী।

তিনি ফেইসবুকে লিখেছেন, "সবাইকে বিনীত অনুরোধ, কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন আপা এখন একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার শরীরের অবস্থা আগের চেয়ে একটু ভালো। আমি হাসপাতালের সামনে আছি। সবাই আপার জন্য প্রার্থনা করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন।কেউ ফেক নিউজ দিবেন না প্লিজ।"

৭১ বছর বয়সী ফরিদা পারভীন শুধু কিডনি সমস্যা নয়, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন দীর্ঘদিন ধরে।মাঝেমাধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয় তাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন