চ্যাটজিপিটি ব্যবহারে কমছে মস্তিষ্কের কার্যকারিতা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ জুলাই ২০২৫, ১৪:২৭

সময়টা ২০২১ সালের নভেম্বর, বিশ্ব প্রযুক্তিতে যুক্ত হলো নতুন এক মাত্রা। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটি সামনে আনলো মাইক্রোসফটের ওপেনএআই। চ্যাটজিপিটি এআইয়ের এক অন্যতম আবিষ্কার, যা আমাদের জীবনে যেন আশীর্বাদ হয়ে এলো।


প্রযুক্তির এই আবিষ্কার জীবনকে অনেক সহজ করেছে। যে কোনো প্রশ্ন করলেই সহজে উত্তর দিয়ে দেয় সে। শুধু গুরুগম্ভীর আলোচনা নয়, সে লিখে দেয় কবিতা। রেসিপি থেকে শুরু করে গণিত সমাধান, ভার্সিটির অ্যাসাইনমেন্ট, রিপোর্টের সব ধরনের কাজে আপনাকে সাহায্য করতে পারে।


প্রেমিকাকে কীভাবে পটাবেন সেই পরামর্শও নেন চ্যাটজিপিটি থেকে। ৩ বছরে চ্যাটজিপিটির ব্যবহার এতোই বেড়েছে যে এখন গবেষকদের চিন্তার ভাঁজ ফেলেছে কপালে। গবেষকরা বলছেন মানুষের মস্তিষ্কের পচন ধরাচ্ছে চ্যাটজিপিটি। এখন কেউ আর নিজে থেকে কিছুই চিন্তা করছেন না। সরাসরি দারস্থ হচ্ছেন চ্যাটজিপিটির।


মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমআইটির বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, মানুষ পুরো নির্ভরশীল হয়ে পড়ছেন চ্যাটজিপিটির উপর। ফলে মস্তিষ্ক হারাচ্ছে তার কার্যক্ষমতা। গবেষকরা বলছেন, প্রবন্ধ লেখার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করলে জ্ঞান এবং শেখার দক্ষতা হ্রাস পেতে পারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও