বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ: ভারতের পিছুটানে বিকল্পের খোঁজে বাংলাদেশ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ১২:৪২

দীর্ঘদিন ধরে থমকে থাকা বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পে অবশেষে ফিরেছে প্রাণের স্পন্দন। নীরবতা ভেঙে প্রকল্প এলাকায় এখন জমি অধিগ্রহণের প্রস্তুতিমূলক কর্মযজ্ঞ শুরু হয়েছে। সরকারের তরফ থেকে এরইমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে এক হাজার ৯০০ কোটি টাকারও বেশি।


তবে এই আশাবাদের ভেতরেও জমে আছে অনিশ্চয়তার ঘন মেঘ। প্রায় ১০ হাজার কোটি টাকার প্রকল্পটির মূল অর্থায়নকারী ভারত গত পাঁচ বছরে একটি টাকাও ছাড় করেনি। ফলে বাস্তবায়ন নিয়ে শুরু হয়েছে নতুন দুশ্চিন্তা। এই জটিলতা কাটিয়ে প্রকল্পকে গতিশীল করতে সরকার এখন বিকল্প অর্থায়নের খোঁজে তৎপর।


সংশ্লিষ্ট সূত্র বলছে, চীন, জাপান এবং কয়েকটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে, প্রাথমিক পর্যায়ে আলোচনাও শুরু হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও