
রাতে ঢাকায় ফিরে সকালে দেশ ছেড়েছেন ঋতুপর্ণা ও মনিকা
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ১২:২০
আজ সকালে ভুটানের উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশের দুই নারী ফুটবলার ঋতুপর্ণা ও মনিকা চাকমা। দুই জন ভুটানের ক্লাব পারো এফসির ক্যাম্পে পুনরায় যোগ দিচ্ছেন। ভুটান সময় সকাল সাড়ে দশটায় তারা ভুটানের পারোতে পৌঁছেছেন।
মিয়ানমার থেকে বাংলাদেশ নারী ফুটবল দল রাত পৌনে দুইটায় ঢাকায় পৌঁছায়। রাত সোয়া তিনটায় হাতিরঝিলে পূর্ব নির্ধরিত নারী ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। পৌনে এক ঘণ্টার অনুষ্ঠান শেষে অন্য ফুটবলারদের সঙ্গে ঋতু ও মনিকাও বাফুফে ভবনে যান। তারা ঘণ্টা দুয়েকের বেশি বিশ্রামের সময় পাননি। আবার এয়ারপোর্টে ছুটতে হয়েছে ভুটানের ফ্লাইট ধরতে।