
টেক্সাসের বন্যায় মৃত্যু বেড়ে ৭৮; দেখতে যাওয়ার পরিকল্পনা ট্রাম্পের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ১০:৫৫
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বিপর্যয়কর আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮ জনে দাঁড়িয়েছে, এদের মধ্যে শিশুই ২৮ জন। একটি গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে নিখোঁজ হওয়া মেয়েদের সন্ধানে তল্লাশি অব্যাহত আছে আর আরও বন্যার আশঙ্কায় স্বেচ্ছাসেবক উদ্ধারকারীদের সরিয়ে নেওয়া হয়েছে।
মূল ঘটনাস্থল টেক্সাস হিল কান্ট্রির কার কাউন্টির শেরিফ ল্যারি লেইথা জানিয়েছেন, তার কাউন্টিতে বন্যায় ৬৮ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ২৮ জন শিশু।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে জানান, টেক্সাসের অন্য জায়গাগুলোতে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তখনো পর্যন্ত ৪১ জন নিখোঁজ ছিল বলে নিশ্চিত করেছেন তিনি।