ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৬ জুলাই ২০২৫, ২৩:১৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৭ জন। তবে এসময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।


রোববার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭০ জন, ঢাকা বিভাগে ৫২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২ জন, খুলনা বিভাগে ১৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩২৫ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১০ হাজার ৯৯৮ জন ছাড়পত্র পেয়েছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও