-686a50ed917a6.jpeg)
দুর্নীতির সমস্যা চিরতরে দূর করতে হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শিক্ষার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, প্রশাসন ও দুর্নীতির সমস্যা চিরতরে বাংলাদেশ থেকে দুর করতে হবে। এমন না যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার চলে গেছে, অন্য কোনো রাজনৈতিক দল এসে এসব করতে পারবে। আমরা সেটা মেনে নেব না। কোনো রাজনৈতিক দলকে এসব করতে দেওয়া হবে না।
রোববার সকালে রাণীনগর উপজেলার কুজাইল বাজারে পদযাত্রায় ব্যবসায়ী, দোকানদার ও এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষ ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে গত ১৫ বছরে নানা সমস্যায় পরেছিল। এখন আর আমরা দেশে এসব সমস্যা দেখতে চাই না। জুলাই আন্দোলনে অনেক ছাত্র-জনতা জীবন দিয়েছেন। এখন বাংলাদেশকে অবশ্যই নতুন করে তৈরি করতে হবে।
তিনি বলেন, জুলাই আন্দোলনের প্রায় এক বছর হতে চলেছে। সেই এক বছর উপলক্ষে আমরা বাংলাদেশের ৬৪টি জেলায় পর্যায়ক্রমে যাচ্ছি। আমরা ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি গ্রহণ করেছি। আমরা পদযাত্রা, পথসভা করছি, মানুষের সঙ্গে কথা বলছি, কুশল বিনিময় করছি এবং নতুন দেশ গড়ার আহ্বান জানাচ্ছি।
এনসিপির আহ্বায়ক বলেন, এখানে আসার পর অনেক বীর মুক্তিযোদ্ধার সঙ্গে দেখা হয়েছে যারা ১৯৭১ সালে যুদ্ধ করেছে, তার পরেই আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা মনে করি ২০২৪ আমাদের নতুন একটি স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতাকেও রক্ষা করতে হবে।