
অধূমপায়ীদের মধ্যে ফুসফুস ক্যানসারের ঝুঁকি বাড়ছে, নেপথ্যে বায়ুদূষণ
অধূমপায়ীদের মধ্যে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার হার ক্রমাগত বাড়ছে। এর পেছনে বায়ুদূষণ একটি নীরব ভূমিকা পালন করে থাকতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
সম্প্রতি এক আন্তর্জাতিক জিনোম গবেষণায় দেখা গেছে, বায়ুদূষণের কারণে ফুসফুসে ডিএনএ মিউটেশন (পরিব্যক্তি) সম্ভাবনা অনেক বেড়ে যায়, যা সাধারণত ধূমপানজনিত ক্যানসারের ক্ষেত্রেই দেখা যায়। শুধু তাই নয়, এই গবেষণায় এমন কিছু নতুন মিউটেশনের সন্ধান মিলেছে, যা ধূমপায়ীদের মধ্যে দেখা যায় না, বরং শুধু নন-স্মোকার বা অধূমপায়ীদের ক্ষেত্রেই দেখা যায়।
গবেষণায় বলা হয়েছে, কেউ দূষণের মধ্যে যত বেশি সময় থাকে, তাদের ফুসফুসে তত বেশি জিনগত পরিবর্তন বা মিউটেশন দেখা যায়।
তবে এর মানে এই নয় যে, বায়ুদূষণ সরাসরি ফুসফুসে ক্যানসার সৃষ্টি করে। বরং এটি সেই সম্ভাবনাকে দৃঢ়ভাবে ইঙ্গিত করে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের (ইউসিএসডি) বায়োমলিকুলার বিজ্ঞানী লুডমিল আলেক্সান্দ্রভ বলেন, ‘অধূমপায়ীরা কীভাবে ফুসফুসে ক্যানসারে আক্রান্ত হচ্ছে, তা এত দিন পরিষ্কার ছিল না। আমাদের গবেষণায় দেখা গেছে, বায়ুদূষণের সঙ্গে ঠিক সেই রকম ডিএনএ মিউটেশনের দৃঢ় সম্পর্ক রয়েছে, যেগুলো আমরা সাধারণত ধূমপানের সঙ্গে যুক্ত করি।’
- ট্যাগ:
- স্বাস্থ্য
- বায়ুদূষণ
- ফুসফুস ক্যান্সার