
গাজায় ভয়াবহ হত্যাযজ্ঞের মধ্যেই শুরু হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ইসরায়েল একটি প্রতিনিধি দল কাতার পাঠাচ্ছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, নেতানিয়াহু আলোচক দলকে কাতারের রাজধানী দোহায় পাঠাতে নির্দেশ দিয়েছেন। সেখানে আলোচনায় অংশ নিতে বলা হয়েছে।
তবে বিবৃতিতে বলা হয়, হামাস যে পরিবর্তনগুলো কাতারের প্রস্তাবে আনার কথা বলেছে, তা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।
এই পরিবর্তনগুলো কী, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এই ঘোষণার আগেই হামাস জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতির পরিকল্পনায় ইতিবাচক সাড়া দিয়েছে। এতে গাজায় ইসরায়েলি হামলার অবসানের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে।
ইসরায়েলের গাজা অভিযানে অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৫৭ হাজার ৩৮৮ জন ফিলিস্তিনি নিহত ও এক লাখ ৩৫ হাজার ৯৫৭ জন আহত হয়েছেন।