দেশের টাকা লুট করার জন্য ক্ষমতায় বসিনি: ধর্ম উপদেষ্টা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৪ জুলাই ২০২৫, ২১:৪৯

বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারের টাকা লুট করার জন্য আমরা রাষ্ট্রক্ষমতায় বসিনি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, মসজিদের মাধ্যমে আমরা নৈতিকতা, মূল্যবোধ, সুন্নত ছড়িয়ে দিতে চাই। বেদাত থেকে সমাজকে রক্ষা করতে চাই। যত বেশি মসজিদ হবে মানুষ ততবেশি নামাজি হবে, নামাজির সংখ্যা বাড়বে।


শুক্রবার (৪ জুলাই) চট্টগ্রামের হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় ১টি মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ২টি মসজিদ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।


উপদেষ্টা বলেন, সরকার ১৩ কোটি টাকা খরচ করে এ মসজিদ নির্মাণ করে দিয়েছে। এখন মসজিদকে আবাদ রাখার দায়িত্ব এলাকাবাসীর। মসজিদভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে সমাজের সবাইকে নিয়মিত মসজিদমুখী হতে হবে। মসজিদকে সচল রাখতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে হবে। কেননা নামাজ সব ধরনের খারাপ কাজ থেকে মুক্ত রেখে মানুষের মধ্যে নৈতিকতাবোধ জাগ্রত করে, মূল্যবোধ সমুন্নত রাখে। সমাজের প্রতিটি সদস্য যদি ধর্মচর্চা ও অনুশীলনে মনোযোগী হয় তাহলে অপরাধপ্রবণতা কমবে। ধর্মীয় মূল্যবোধ মানব চরিত্রকে উৎকর্ষের পূর্ণতায় অভিষিক্ত করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও