
আগ্নেয়াস্ত্রের লাইসেন্স কীভাবে পাওয়া যায়, ব্যবহারের নিয়ম কী
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ১৮:১৯
দেশের প্রচলিত আইনের বিধান অনুযায়ী, লাইসেন্স ছাড়া কেউ আগ্নেয়াস্ত্র কিনতে বা বহন করতে পারেন না। এটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয়। ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক নিরাপত্তার জন্য প্রত্যেক নাগরিক লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন। ছোটবড় যে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র কিনতে হলে তার জন্য সরকারের অনুমতি নিতে হয়, অর্থাৎ অস্ত্র কেনার জন্য আগে লাইসেন্স করতে হয়।
ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসেবে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে হলে আবেদন, যাচাই-বাছাই, পুলিশি তদন্ত, জেলা প্রশাসকের সুপারিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন। এই ধাপগুলো সম্পন্ন হওয়ার পরই একজন ব্যক্তি অস্ত্র বহনের অনুমতি পান। তবে অস্ত্র ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে কড়াকড়ি নিয়ম। যার ব্যত্যয় ঘটলে বাতিল হতে পারে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আগ্নেয়াস্ত্র