
রান্নার যে উপকরণটি হতে পারে লিভারের ক্ষতির কারণ
প্রথম আলো
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ১৭:৫১
খাবার থেকেই আমরা পাই রোজকার পুষ্টি, আর খাবারেই থাকতে পারে বহু ক্ষতিকর উপাদান। রান্নাঘরের এমনই এক অতিপরিচিত উপকরণের কথা জেনে নিন, যা দীর্ঘদিন ভুলভাবে গ্রহণ করলে ক্ষতি হতে পারে লিভারের।
এ যুগের এক অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে ফ্যাটি লিভার ডিজিজ। এ রোগে রক্তের চর্বি বেড়ে গিয়ে লিভারে জমা হয়। আপাতদৃষ্টে খুব বড় সমস্যা নয়। তবে একে অবহেলা করলে বিপদ হতে পারে। জীবনধারার সঙ্গে এ রোগ সরাসরি সম্পর্কিত।
রোজকার খাদ্যাভ্যাসই এ রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। রান্নায় ব্যবহৃত তেলের ব্যাপারটাই যেমন। তুলনামূলক স্বাস্থ্যকর তেলও নানা কারণেই লিভারের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। এ সম্পর্কে জানালেন ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডা. মুসআব খলিল।