
বর্ষার দিনে মেকআপে চাই স্নিগ্ধতা আর স্থায়িত্ব
বর্ষা মানেই আকাশে মেঘের আনাগোনা, হঠাৎ বৃষ্টি, আর বাতাসে বাড়তি আর্দ্রতা। ঠিক যেমন প্রকৃতি পায় নতুন রূপ, তেমনই আমাদের সাজেও প্রয়োজন পড়ে একটু ভিন্নতার। কারণ এই সময়টাতে ত্বকে ঘাম ও তেলের কারণে সহজেই মেকআপ গলে যেতে পারে। তাই মেকআপ হতে হবে হালকা, সতেজ আর দীর্ঘস্থায়ী। চলুন জেনে নেই বর্ষায় কেমন হবে আদর্শ মেকআপ রুটিন।
শুরু হোক ত্বকের যত্ন দিয়ে
বর্ষাকালের মেকআপ টিকে রাখার প্রথম শর্তই হলো ভালোভাবে ত্বক প্রস্তুত করা। কারণ যদি ত্বক ঠিকভাবে পরিষ্কার না থাকে, তবে মেকআপ বসবে না ঠিকমতো।
ক্লিনজিং: বর্ষার দিনে বাইরে থেকে ফিরে মুখে জমে ধুলাবালি, ঘাম আর তৈলাক্ততা। মেকআপ দেওয়ার আগে তাই হালকা ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
টোনিং: একটি অ্যালকোহলমুক্ত টোনার ব্যবহার করুন, যা ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখবে এবং ছোট ছোট ব্রণ বা র্যাশের আশঙ্কা কমাবে।
ময়েশ্চারাইজার: আর্দ্র আবহাওয়ায় ভারী ক্রিম নয়, বরং হালকা, তেলমুক্ত ময়েশ্চারাইজারই সেরা। এটা ত্বককে আর্দ্র রাখবে কিন্তু অতিরিক্ত তৈলাক্ত করবে না।
- ট্যাগ:
- লাইফ
- মেকআপ কৌশল
- বর্ষাকালের টিপস