দীন ইসলামের জোড়া গোলে জয়ে শুরু বাংলাদেশের

প্রথম আলো প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ১৩:১৮

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে হংকংকে ৩-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশের ছেলেদের দল। চীনের দাজহুতে আজ টুর্নামেন্টের প্রথম দিনেই জয় দিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ।


বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন দীন ইসলাম। ম্যাচের ২০ ও ২৬ মিনিটে দুটি গোল করেন তিনি। প্রথমটি ফিল্ড গোল, দ্বিতীয়টি পেনাল্টি কর্নার থেকে। দলের তৃতীয় গোলটি অমিত হাসানের এবং সেটিও পেনাল্টি কর্নার থেকে।


২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল ছেলেদের সর্বশেষ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি। সেই টুর্নামেন্টে গ্রুপ পর্বে ভারতকে হারালেও ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল স্বাগতিক বাংলাদেশ। এবার টুর্নামেন্টে খেলছে না ভারত।


ভারতবিহীন এবারের আসরে ছেলেদের বিভাগে অংশ নিচ্ছে ১১টি দল। বাংলাদেশের গ্রুপে হংকংয়ের পাশাপাশি রয়েছে পাকিস্তান, চীন ও শ্রীলঙ্কা।


মেয়েদের বিভাগে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামীকাল, প্রতিপক্ষ শক্তিশালী জাপান। আট দলের মেয়েদের বিভাগে বাংলাদেশের গ্রুপ সঙ্গী আরও দুটি দল—উজবেকিস্তান ও হংকং।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও