গ্যাস সংযোগ পুনর্বিন্যাসে অনুমতির বাধ্যবাধকতা চান না শিল্পমালিকরা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ০৯:০৪

শিল্পপ্রতিষ্ঠানগুলোতে গ্যাস সংযোগ পুনর্বিন্যাসে তিতাসের অনুমতির বাধ্যবাধকতা থাকলেও তা থেকে অব্যাহতি পেতে চান শিল্পমালিকরা৷ দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাত শিল্পমালিকদের শীর্ষ ৬টি সংগঠন কারখানায় গ্যাস সংযোগের পুনর্বিন্যাসের ক্ষেত্রে সরকারি বাধ্যবাধকতা থেকে অব্যাহতি চেয়ে ১০টি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে।


শিল্পমালিকরা বলছেন, এসব প্রস্তাব বাস্তবায়ন হলে শিল্পে অধিক কর্মক্ষম ও জ্বালানি-সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করা সম্ভব হবে। এতে জ্বালানি দক্ষতা ও উৎপাদন বাড়বে। যা দেশের বৈদেশিক মুদ্রা আহরণে বিশেষ ভূমিকা রাখতে সহায়ক হবে।


সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খানের দপ্তরে পাঠানো হয়েছে। চিঠির একটি অনুলিপি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাকেও পাঠানো হয়েছে।


চিঠিতে তারা বলছেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সচল রাখার লক্ষ্যে গ্রাহকের আঙিনায় ক্যাপটিভ রান ও শিল্প রানের স্থাপনা পুনর্বিন্যাসের ক্ষেত্রে পুনরায় তিতাসের অনুমোদনের প্রয়োজন নেই বলে তারা মনে করেন। এক্ষেত্রে তিতাসের আগের অনুমোদিত ঘণ্টাপ্রতি লোড, মাসিক লোড ও বহির্গমন চাপের বৃদ্ধি বা হ্রাসের প্রয়োজন হয় না।


চিঠিতে আরও বলা হয়, তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পপ্রতিষ্ঠানগুলো বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে স্থাপন করা হয়। ভবন নির্মাণ, অত্যাধুনিক যন্ত্রপাতি আমদানি, স্থাপন, জনবল নিয়োগের পর শ্রমিকের বেতন-ভাতা ও অন্যান্য খরচ মিলিয়ে প্রতিষ্ঠানগুলো চালু করতে প্রচুর অর্থ বিনিয়োগ করতে হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও