You have reached your daily news limit

Please log in to continue


ত্বক থেকে রোদে পোড়া দাগ দূর করার ৫ উপায়

আষাঢ় মাস। বৃষ্টি হচ্ছে ঠিক। আছে মেঘ। কিন্তু যখন রোদ উঠছে, সেটা সহ্য করা বেশ কঠিন হয়ে পড়ছে। এমন রোদ–বৃষ্টির লুকোচুরির দিনে বেচারা ত্বক পড়ে কঠিন অবস্থায়। একে তো প্রচুর ঘাম হচ্ছে, তার ওপর ত্বকের উপরিভাগ রোদে পুড়ে কালো ছোপ পড়ে যাচ্ছে। যাকে আমরা সানট্যান বলে থাকি। বিশেষ করে যাঁরা বাইক বা স্কুটি ব্যবহার করেন, তাঁদের ত্বকের অবস্থা খারাপ হয় বেশি।

বাইরে বের হলে মুখ, ঘাড় ও হাত–পায়ে সূর্যরশ্মি বেশি পড়ে বলে হয়তো সানস্ক্রিন মাখছেন। কিন্তু শুধু সানস্ক্রিনই কি রোদে পোড়া দাগ থেকে বাঁচাতে যথেষ্ট? সানট্যান মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো কিন্তু রয়েছে আপনার রান্নাঘরেই! নিত্য প্রয়োজনীয় উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন রোদে পোড়া দাগ দূর করার কার্যকরী ফেসপ্যাক ও বডি মাস্ক।

বেসন, হলুদ ও টক দইয়ে বাজিমাত

ত্বকের ময়লা ও রোদে পোড়া ছোপ ছোপ দাগ তুলতে বেসন ভালো সমাধান। এটি ত্বক পরিষ্কারক হিসেবে পরিচিত। অন্যদিকে টক দইয়ে রয়েছে প্রদাহনাশক উপাদান, যা ত্বকের লালচে ভাব কমাতে সাহায্য করে। কাঁচা হলুদের গুণাগুণ সম্পর্কে আলাদা করে বলার প্রয়োজন নেই। ত্বকের রং উজ্জ্বল করতে ও ত্বক গভীর থেকে পরিষ্কার করতে হলুদ ভীষণ কার্যকরী। ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে ২ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ হলুদ ও বেসনের গুঁড়ো মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই প্যাক ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিটের মতো। শুকিয়ে এলে কুসুমগরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর ত্বকের উপযোগী ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

জলদি সানট্যান দূর করবে টমেটোর রস

ফ্রিজে সব সময়ই কি টমেটো রাখেন? তাহলে এই টিপস আপনার জন্য। অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি সমৃদ্ধ টমেটো রোদে পোড়া দাগ দূর করে ত্বক মসৃণ করে তোলে। রস তৈরির জন্য একটি পাকা টমেটো ভালো করে ব্লেন্ড করে নিন। ছেঁকে নেওয়ার পর যে রসটুকু পাওয়া যাবে তা রোদে পোড়া ত্বকে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে দুই দিন ব্যবহার করলে দেখবেন ত্বক থেকে রোদে পোড়া দাগ খুব সহজেই বিদায় নিচ্ছে। টমেটোর রস নিয়মিত ব্যবহার করলে ত্বকে বয়সের ছাপ পড়ে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন