You have reached your daily news limit

Please log in to continue


হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, স্ক্যান করা যাবে নথিপত্রও

মেসেজিং অ্যাপের জগতে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা সবার চেয়ে বেশি, এ কথা বললে খুব একটা ভুল হবে না। কেননা এই অ্যাপে  শুধু তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান নয়, সবচেয়ে দরকারি কাজগুলোই বোধ হয় করা হয় এখানে। জরুরি গুরুত্বপূর্ণ ফাইল আদান-প্রদান, জরুরি মিটিং এমনকি চ্যানেলও চালান অনেকে। 

এই জরুরি ফাইল অনেক সময় স্ক্যান করে পাঠানোর প্রয়োজন পড়ে। তবে হাতের কাছে স্ক্যানার না থাকলে বা ভ্রমণের সময় চাইলেও গুরুত্বপূর্ণ কোনো তথ্য স্ক্যান করা সম্ভব হয় না। তবে চিন্তার কিছু নেই, এবার ফোনের ক্যামেরা কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপে সরাসরি নথিপত্র স্ক্যান করা যাবে।

ইতিমধ্যেই ‘স্ক্যান ডকুমেন্ট’ নামে নতুন ফিচার হোয়াটসঅ্যাপের ডকুমেন্ট শেয়ারিং মেনুতে যুক্ত হয়েছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ফিজিক্যাল ডকুমেন্টগুলো সরাসরি স্ক্যান করে তাৎক্ষণিকভাবে পাঠাতে পারবেন। কোনো থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন পড়বে না। তবে এই ফিচার এবার কেবল অ্যান্ড্রয়েড বিটা ইউজারদের জন্য। কারণ কয়েক মাস আগেই আইওএস ইউজাররা এটি ব্যবহার করার সুযোগ পেয়েছেন।

অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বিটা ব্যবহারকারীরা, যারা ২.২৫.১৮.২৯ ভার্সন ব্যবহার করেন তারা এর মধ্যেই চমকে গিয়েছেন ওই ফিচার পেয়ে। তবে পরবর্তী সময়ে আরো সাম্প্রতিক আপডেটের ক্ষেত্রেই এখনো পরীক্ষামূলকভাবে ওই ফিচার মিলছে। অনেকেই জানিয়েছেন, গুগল প্লে স্টোর থেকে একেবারে নতুন ভার্সন ডাউনলোড করে তারা ওই ফিচার ব্যবহার করতে পারছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন