You have reached your daily news limit

Please log in to continue


লতিফুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

দেশের শীর্ষস্থানীয় ও স্বনামধন্য ব্যবসায়িক গোষ্ঠী ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লতিফুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ।

তিনি ছিলেন বাংলাদেশের ব্যবসা জগতের এক পর্বতসম ব্যক্তিত্ব। ব্যবসায় সততা ও নৈতিকতার কারণে সবার কাছ থেকে আজীবন সম্মান পেয়ে গেছেন তিনি।

ব্যক্তিগত জীবনে মৃদুভাষী, বিনয়ী, দূরদর্শী ও অত্যন্ত নীতিবান এই ব্যবসায়ী দীর্ঘদিন ফুসফুসের রোগে ভোগেন। অবশেষে ২০২০ সালের এই দিনে কুমিল্লার পৈত্রিক বাড়িতে ঘুমন্ত অবস্থায় শান্তিপূর্ণভাবে মৃত্যু হয় তার। 

দৈবক্রমে নাতি ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুবার্ষিকীর দিনেই মারা যান লতিফুর রহমান। ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নির্মমভাবে নিহত হন যুক্তরাষ্ট্রের আটলান্টার এমোরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারাজ। ওই হামলা গোটা জাতিকে নাড়া দিয়েছিল।

বাংলাদেশের গণমাধ্যমেও অগ্রগামী ভূমিকা রাখেন লতিফুর রহমান। তিনি ছিলেন দ্য ডেইলি স্টারের মালিকানাধীন প্রতিষ্ঠান মিডিয়াওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা পরিচালক এবং প্রথম আলোর মালিকানাধীন প্রতিষ্ঠান মিডিয়াস্টারের চেয়ারম্যান। দুটি সংবাদপত্রই দেশের শীর্ষস্থানীয় ইংরেজি ও বাংলা দৈনিক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন