You have reached your daily news limit

Please log in to continue


আমি নির্দোষ, কোনো অপরাধ করিনি: পলক

জুলাই গণঅভ্যুত্থানের সময় কোনো অপরাধ করেননি বলে দাবি করেছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এজলাসে নিয়ে যাওয়ার সময় একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে পলক বলেন, 'আমি নির্দোষ। আমি কোনো অপরাধ করিনি।'

এসময় তিনি সাংবাদিকদের আরও জানান, কারাগারে তার সময় কীভাবে কাটছে। তিনি জানান তিনি নিয়মিত কারাগারে বই পড়েন।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পলক, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামকে জুলাই গণঅভ্যুত্থান-সম্পর্কিত বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে হাজির করা হয়।

তাদের সবাইকে পুলিশের হেলমেট ও বুলেটপ্রুফ ভেস্ট পরা অবস্থায় দেখা যায়। সবার হাতে হাতকড়া ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন