You have reached your daily news limit

Please log in to continue


সন্তানদের কেন আড়ালে রাখেন আনুশকা

ক্রিকেট নাকি হিন্দি সিনেমা—ভারতের কোনটি বেশি জনপ্রিয় বলা মুশকিল। তাই ক্রিকেট তারকা বিরাট কোহলি আর বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা যখন বিয়ে করেন, তখন অবধারিতভাবেই তাঁরা হয়ে ওঠেন দেশটির সবচেয়ে আলোচিত দম্পতির একজন। বিয়ের পর দুই সন্তানের মা হয়েছেন আনুশকা। চার বছরের কন্যা ভামিকা ও ১৫ মাসের পুত্র আকয়। দুই সন্তানকে এই তারকা দম্পতি যেভাবে বড় করছেন, সেটাও প্রশংসিত হচ্ছে।

সন্তান পালনে আনুশকার দর্শন

বড় হয়ে ওঠার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে আনুশকা বলেছেন, শৈশব কীভাবে একজন ব্যক্তির ব্যক্তিত্বকে গঠন করে। ব্যক্তিত্ব গঠনের ব্যাপারে তিনি অভিভাবকদের ভূমিকার কথা তুলে ধরেন। আনুশকা বলেন, ‘একজন মানুষের দৃষ্টিভঙ্গি গঠনে ছোটবেলার মানসিক গঠন সবচেয়ে বড় ভূমিকা রাখে। আমি প্রগতিশীল পরিবেশে বেড়ে উঠেছি। তাই আমি চাই আমাদের বাড়ির মূল্যবোধেও সেটা প্রতিফলিত হোক।’

‘ভালোবাসাই তাঁদের পরিবারের ভিত্তি’ উল্লেখ করে অভিনেত্রী আরও বলেন, ‘আমরা চাই আমাদের সন্তান অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হোক। এই মূল্যবোধ গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। সন্তান বখাটে হয়ে বেড়ে উঠুক, এটা আমরা চাই না।’

ফ্যামিলি ইউনিট

সাক্ষাৎকারে আনুশকা আরও বলেন, সন্তান পালন করা শুধু মা বা বাবার দায়িত্ব নয়, এটি একটি যৌথ কাজ। তাঁর ভাষ্যে, ‘আমরা এটা মা-বাবার আলাদা দায়িত্ব হিসেবে দেখি না। আমরা একটি পরিবার হিসেবে একসঙ্গে কাজ করি। আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের সন্তান যেন ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে বড় হয়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন