You have reached your daily news limit

Please log in to continue


লিটনের ৫০তম টেস্ট, যেতে পারবেন কত দূর

টেস্ট ক্যারিয়ারের পুরোটাতেই উত্থান-পতনের ভেতর দিয়ে গেছেন লিটন দাস। গল টেস্টের আগেই যেমন সর্বশেষ ১০ ইনিংসে ছিল না একটি ফিফটিও। তবে এর আগে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের সময় করেছিলেন সেঞ্চুরি। মাঝে লম্বা বিরতির পর গলে প্রথম ইনিংসে ৯০ রান করে ফিরে আসার বার্তা দিয়ে রেখেছেন।

আজ শ্রীলঙ্কার বিপক্ষে ৫০তম টেস্ট খেলতে নামছেন সেই লিটন। গলের ৯০–এর পর কলম্বোতেও ভালো কিছু করে মাইলফলক ছোঁয়া ম্যাচটি কি রাঙাতে পারবেন লিটন?

বাংলাদেশের ১০ম খেলোয়াড় হিসেবে ৫০তম টেস্ট খেলতে যাচ্ছেন। টেস্ট ইতিহাসে  ৫০ টেস্ট খেলা খেলোয়াড়ের সংখ্যা কিন্তু কম নয়। লিটনের আগেই এই মাইলফলক ছুঁয়েছেন ৩২০ জন ক্রিকেটার। ১০০ টেস্টই তো খেলেছেন এঁদের ৮১ জন। তবে বাংলাদেশ বলেই হয়তো ৫০তম টেস্ট খেলা নিয়ে একটু বাড়তি আগ্রহ। যে আগ্রহের পারদ সবচেয়ে বেশি চড়েছিল ২০১৭ সালে। বাংলাদেশের ক্রিকেটের দুই মহিরুহ সাকিব আল হাসান ও তামিম ইকবাল একই ম্যাচে এই মাইলফল ছুঁয়েছিলেন বলে।

ওই ঘটনা আরও বেশি বিশেষ হয়ে যায় অন্য একটি কারণেও। সাকিব-তামিমের ৫০তম টেস্টে মিরপুরে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় বাংলাদেশ। টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ওই একটিই জয়। লিটনের ৫০তম ম্যাচে এমন কিছু কি করতে পারবে বাংলাদেশ? পেলে ভালোই হয়, প্রথমবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিতবে বাংলাদেশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন