You have reached your daily news limit

Please log in to continue


বৃষ্টিতে সুইমিংপুলে তাহসান-রোজার রোমান্স

বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্য জীবনে এখনো চলছে মধুচন্দ্রিমা। বিয়ের পর থেকেই তাদের একের পর এক বিদেশ ভ্রমণ কার্যত বারবার হানিমুনের কথাই স্মরণ করিয়ে দেয়।

বিয়ের পর থেকে প্রায়ই দেশের বাইরে সময় কাটাতে দেখা যায় এ জুটিকে। কখনো আমেরিকা, কখনো মালদ্বীপ, আবার কখনো ইউরোপের কোনো শহরে। দেশের কাজের ব্যস্ততা থেকে খানিক ছুটি পেলেই তারা বেরিয়ে পড়েন দূরে কোথাও—হানিমুনে। তাদের এ ভালোবাসা এক অর্থে যেন স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। যেন এ ভালোবাসা ফুরাবার নয়। আর তাদের এ ভালোবাসা কতটা গভীরে তা তার ভক্ত-অনুরাগীদের বুঝতেও বাকি নেই।

বছরের শুরুতে হঠাৎ করেই চার হাত এক করে ভক্তদের চমকে দিয়েছিলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। সম্প্রতি সামাজিকমাধ্যমে তাদের ঘুরে বেড়ানো মুহূর্তের ছবি শেয়ার করেছেন তাহসানপত্নী রোজা আহমেদ। সেই ছবিগুলোতে দেখা যায়, সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর সুইমিংপুলে তাদের আদুরে মুহূর্ত, যেন বারবার মনে করিয়ে দেয় মধুচন্দ্রিমায় ডুবে থাকা একজোড়া কপোত-কপোতী। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন