You have reached your daily news limit

Please log in to continue


মোসাদ্দেক তাহলে অবসরই ঘোষণা করতে পারেন!

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা হয়ে গেছে। বরাবরের মতো এবারও দলে জায়গা করে নিয়েছেন দলের আশেপাশে থাকা ক্রিকেটাররাই। জাতীয় দল থেকে অনেক দিন বাইরে, এমন ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেট, এ দলের হয়ে দারুণ পারফর্ম করেও স্কোয়াডে জায়গা করে নিতে পারেননি। মোসাদ্দেক হোসেন সৈকত ‘সেই পারফর্ম করেও স্কোয়াডে জায়গা না পাওয়া’দেরই একজন। 

বাংলাদেশ জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছেন সেই ২০২২ সালে। সে বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার পর থেকে জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়েন তিনি। ওয়ানডে ফরম্যাটে শেষ ম্যাচটা তিনি খেলেছেন সে বছর ৫ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর থেকে আর জাতীয় দলের পথটা মাড়ানো হয়নি তার। 

দল থেকে বাদ পড়লে দলে ফেরার পথটা দেখায় ঘরোয়া ক্রিকেটের পারফর্ম্যান্স। দুনিয়ার আর সব দেশে বাস্তবতাটা এমনই। তবে অবস্থাদৃষ্টে বলা যায়, বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতিটা ভিন্ন। এখানে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেও জাতীয় দলের টিকিট মেলে না আদৌ।

মোসাদ্দেক এবার ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছেন ১৬ ম্যাচে। চ্যাম্পিয়ন আবাহনীর সবচেয়ে বড় পারফর্মার তিনিই ছিলেন। ১৬ ইনিংসে তিনি ব্যাট করেছেন, তুলেছেন ৪৮৭ রান, গড় ৪৮ ছুঁইছুঁই, স্ট্রাইক রেটটাও বেশ স্বাস্থ্যকর, ১০৬.৩৩। মোহামেডানের মতো দলের বিপক্ষে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি খেলেছেন অপরাজিত ৭৮ রানের ইনিংস, এছাড়াও তিনি এবারের মৌসুমে দলের প্রয়োজনের মুহূর্তে হতাশ করেননি। তবে মোসাদ্দেক তার চেয়েও বেশি সফল ছিলেন বল হাতে। ৩০ উইকেট নিয়েছেন সব মিলিয়ে। টুর্নামেন্টের সেরা বোলারও তিনিই। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন