You have reached your daily news limit

Please log in to continue


১৮ বছর পর এত বড় ফ্লপ, হতবাক হয়ে গিয়েছিলাম: আমির খান

আমির খান প্রযোজিত ও অভিনীত নতুন ছবি ‘সিতারে জমিন পর’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। এস প্রসন্নার পরিচালনায় এই ছবিতে আমিরের সঙ্গে অভিনয় করেছেন বিশেষ চাহিদাসম্পন্ন ১০ জন শিল্পী। মুম্বাইয়ের সান্তাক্রুজে আমির খান প্রোডাকশনের অফিসে বসে প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি ও কয়েকজন সাংবাদিকের সঙ্গে এক দীর্ঘ আলাপচারিতায় নিজের কাজ, দর্শন, ব্যর্থতা ও ভালোবাসা নিয়ে অকপটে বললেন আমির খান।

শুরুতেই আমির বলেন, ‘আমার প্রায় ৩৫ বছরের অভিজ্ঞতায় দেখেছি, সেটে সৃজনশীল মানুষের মধ্যে ইগো, মতবিরোধ, টানাপোড়েন থাকেই। কিন্তু এই ছবির শুটিংয়ে সেই চিত্র একেবারে উল্টো। ওই ১০ জন বিশেষ শিল্পী সেটে পা রাখতেই যেন এক পবিত্রতা ছড়িয়ে যেত। ওদের মধ্যে কোনো অহংকার নেই, নেই গলা উঁচিয়ে কথা বলার অভ্যাস। এমনভাবে সহযোগিতা করেছে, যা আমাদেরও শিখিয়ে গেছে কীভাবে সহনশীল হতে হয়।’

আমির জানান, ‘ওদের থেকেই বেশি টেক নিতে হয়েছে আমাকে। ওরা বলত—বড় মানুষের এমন ভুল হতেই পারে। খুব সরল ছিল ওদের দৃষ্টিভঙ্গি। আমি জানি না, ওরা আমার থেকে কী শিখেছে, তবে আমি ওদের থেকে ধৈর্য আর ইতিবাচক মানসিকতা শিখেছি।’

২০০৭ সালে আমির পরিচালিত ‘তারে জমিন পর’ ছবিটি পেয়েছিল তুমুল প্রশংসা। সিতারে জমিন পার সেই ছবির সিকুয়েল হলেও এবার পরিচালনায় নেই আমির। কেন? জবাবে বলেন, ‘আমি তখন বাধ্য হয়েই ছবিটি পরিচালনা করেছিলাম। তবে নিজেকে এখনো কেবল একজন অভিনেতা ভাবি। পরিচালনায় নামলে অভিনয় ছেড়ে দিতে হবে। সেটা আমি চাই না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন