You have reached your daily news limit

Please log in to continue


ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা

সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ার ঝুঁকি দেখা দিয়েছে। কীটতত্ত্ববিদরা সতর্ক করে বলেছেন গত জানুয়ারি মাস থেকেই দেশের বিভিন্ন জেলায় এডিস মশার লার্ভার অস্বাভাবিক বেশি ঘনত্ব পাওয়া যাচ্ছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যদি এখনই দ্রুত ও সমন্বিত উদ্যোগ নেওয়া না হয়, তাহলে বর্ষা মৌসুমে ডেঙ্গু পরিস্থিতি বড় ধরনের স্বাস্থ্য সংকটে রূপ নিতে পারে।

ডেঙ্গুর প্রাথমিক লক্ষণগুলো দেখা গেলেও, কর্তৃপক্ষ বর্ষার আগে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় শহর ও গ্রাম—দুই জায়গাতেই দ্রুত ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তা ও গবেষকরা বলছেন, খুব দেরি হওয়ার আগেই মশা নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা নেওয়া দরকার। নইলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার বলেন, 'আমরা সারা দেশেই এডিস মশার লার্ভার উচ্চ ঘনত্ব দেখতে পাচ্ছি, যা এ বছর মারাত্মক ডেঙ্গু প্রাদুর্ভাবের ইঙ্গিত দেয়।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন