You have reached your daily news limit

Please log in to continue


শর্তসাপেক্ষে ইউআইইউ শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার

দিনভর আন্দোলন ও আলটিমেটামের মুখে ‘শর্তসাপেক্ষে’ কিছু শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কারের আদেশ প্রত্যাহার করেছে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। তবে কিছু শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য অস্থায়ী ভিত্তিতে বহিষ্কার রাখা হয়েছে।

শনিবার (২১ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. জুলফিকার রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত শিক্ষার্থীদের আপিল আবেদনের ভিত্তিতে শৃঙ্খলা কমিটিতে তাদের বহিষ্কারের বিষয়টি পুনরায় পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের আদেশ ছিল, তা প্রত্যাহার করা হবে। এর পরিবর্তে তাদের ‘সাসপেন্ডেড এক্সপালশন (শর্তসাপেক্ষ বহিষ্কার)’ শাস্তি দেওয়া হয়েছে।

‘ফলে তারা বর্তমান স্প্রিং ২০২৫ সেমিস্টার থেকে ক্লাসে অংশ নিতে পারবেন। তবে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি লঙ্ঘন করলে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হবে’ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন