মুক্তির পাঁচ দশক পার করছে স্টিভেন স্পিলবার্গ নির্মিত ‘জস’ সিনেমাটি। ১৯৭৫ সালের আজকের দিনে (২০ জুন) সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। সিনেমাটিকে হলিউডের ব্লকবাস্টার যুগের পথপ্রদর্শক হিসেবে মনে করা হয়। কারণ, এর আগে কোনো সিনেমা এত ব্যাপক আকারে মুক্তি পায়নি। ব্যবসায়িক সফলতার সঙ্গে সিনেমাটি তিন বিভাগে অস্কার জয় করে। তবে এই আইকনিক সিনেমার পেছনের গল্প ছিল রীতিমতো এক যুদ্ধ। শার্কের যান্ত্রিক গোলযোগ, বাজেটের লাগামছাড়া বৃদ্ধি, শুটিংয়ের বিপত্তি—একের পর এক চ্যালেঞ্জ পেরিয়ে তৈরি হয়েছিল ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর চলচ্চিত্র। চলুন, জেনে নিই সিনেমাটিকে ঘিরে কিছু চমকপ্রদ অজানা তথ্য।
You have reached your daily news limit
Please log in to continue
‘জস’–এর ৫০ বছর, স্পিলবার্গের সিনেমাটি নিয়ে এ তথ্যগুলো জানতেন কি
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন