You have reached your daily news limit

Please log in to continue


সাত মাস ধরে ওষুধ নেই স্বাস্থ্যকেন্দ্রে, সেবা ব্যাহত

দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ ও জনবলসংকট দেখা দিয়েছে। এতে স্বাস্থ্যকেন্দ্রগুলোর সেবা ব্যাহত হচ্ছে। ফলে পরিবার পরিকল্পনা-সংশ্লিষ্ট সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার সাধারণ মানুষ; বিশেষ করে নারী ও কিশোরীরা।

জানা গেছে, ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত খানসামা উপজেলায় প্রায় আড়াই লাখ মানুষের বসবাস। এসব মানুষের সেবায় এই উপজেলায় একটি মা ও শিশুকল্যাণ কেন্দ্র এবং তিনটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র রয়েছে। যেগুলোতে সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত পরিবার পরিকল্পনা পদ্ধতি, প্রসবপূর্ব সেবা, প্রসবকালীন সেবা, নবজাতকের পরিচর্যা, ০ থেকে ৫ বছরের শিশুদের স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যসেবা, সাধারণ রোগের চিকিৎসা কার্যক্রমসহ ২৫ রকমের ওষুধ বিনা মূল্যে সরবরাহ করার কথা। কিন্তু জনবল ও ওষুধ সংকটে এর চিত্র সম্পূর্ণ ভিন্ন।

গত সোমবার সরেজমিনে দেখা যায়, উপজেলার অধিকাংশ স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন ধরে জনবলসংকট রয়েছে। যাঁরা কর্মরত রয়েছেন, তাঁরাও অতিরিক্ত কাজের চাপে পর্যাপ্ত সেবা দিতে পারছেন না। এর মধ্যে গত সাত মাস ওষুধ সরবরাহ না থাকায় মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা। প্রয়োজনীয় জন্মনিয়ন্ত্রণ সামগ্রী এবং ওষুধের ঘাটতির কারণে স্বাস্থ্য সহকারীরাও সেবা প্রদানে হিমশিম খাচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন