You have reached your daily news limit

Please log in to continue


গত ২৪ ঘণ্টায় গাজায় ৯২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেও গাজায় নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আগের তুলনায় হামলার মাত্রাও কয়েক গুণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে ৯২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী—আইডিএফ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারি সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতদের ৬৪ জনই গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা। বাকি ১৬ জনকে হত্যা করা হয়েছে নেতজারিম করিডরে ত্রাণের জন্য অপেক্ষমাণ অবস্থায়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত মানবিক সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর হামলার এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানান, খাবারের আশায় রাতেই বিতরণকেন্দ্রে এসে অপেক্ষা করছিলেন গাজার বাসিন্দারা।

তিনি বলেন, ‘রাত আনুমানিক ১টার দিকে ওরা (ইসরায়েলি সেনা) আমাদের দিকে গুলি করা শুরু করে। ট্যাংক, যুদ্ধবিমান আর কোয়াডকপ্টার থেকে গোলা ও বোমা ছোড়া হয় আমাদের দিকে। পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না।’ তিনি আরও জানান, ভিড় এত বেশি ছিল যে পালানোরও পথ ছিল না।

অন্যদিকে, গাজার আল শাতি শরণার্থী শিবিরে একটি অস্থায়ী তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া গাজার উত্তরের জাবালিয়ায় কয়েকটি বাড়ি লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েল।

হাসপাতাল ও চিকিৎসক সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৯টি মৃতদেহ ও ২২১ জন আহতকে গাজার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন