
নেতানিয়াহু হিটলারকেও ছাড়িয়ে গেছেন—এরদোয়ান
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৯ জুন ২০২৫, ২২:০৪
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় ইসরায়েলের আগ্রাসন এবং ইরানে চলমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গণহত্যার দিক থেকে অ্যাডলফ হিটলারকেও ছাড়িয়ে গেছেন।
পার্লামেন্টে নিজ দল একে পার্টির সদস্যদের উদ্দেশে দেওয়া এক ভাষণে এরদোয়ান বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে ভয়াবহ ছবি ও ভিডিওগুলোও গাজার চিত্রের পাশে ম্লান হয়ে যায়। গণহত্যার অপরাধে নেতানিয়াহু অনেক আগেই হিটলারকে ছাড়িয়ে গেছেন।’
এরদোয়ান জানান, গাজা, ইরান, সিরিয়া, লেবানন, ইয়েমেনসহ বিভিন্ন জায়গায় চলমান অমানবিক আগ্রাসন বন্ধে যা কিছু করা সম্ভব, তা করছে তুরস্ক। পাশাপাশি যেকোনো নেতিবাচক পরিস্থিতি ও বিপর্যয়ের জন্য প্রস্তুত রয়েছে।