You have reached your daily news limit

Please log in to continue


ইরানের গতিদানব ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ’ কতটা বিধ্বংসী

ইরান-ইসরায়েল সংঘাতের ষষ্ঠ দিনে আজ বুধবার ভোররাতে ইসরায়েলের ওপর দ্বিতীয় দফায় বড় ধরনের হামলা চালায় ইরান। এই হামলায় তারা ব্যবহার করে ফাত্তাহ-১ নামের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের কথা প্রকাশ্যে আসার পর থেকে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা—এই ফাত্তাহ-১ আসলে কতটা বিধ্বংসী?

হাইপারসনিক ‘ফাত্তাহ’: গতি ও ধ্বংসক্ষমতার দানব

‘ফাত্তাহ’ (ফার্সিতে যার অর্থ ‘বিজয়ী’ বা ‘উন্মোচনকারী’) ইরানের প্রথম হাইপারসনিক মাঝারিপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) কর্তৃক নির্মিত। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলতে বোঝায়, যেগুলোর গতি শব্দের গতির পাঁচগুণ বা তার বেশি এবং যেগুলো আকাশপথে চলাচলের সময় দিক পরিবর্তন করতে পারে। এই বৈশিষ্ট্যগুলো তাদের রাডার শনাক্তকরণ ও প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে ধ্বংস করাকে প্রায় অসম্ভব করে তোলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন