নিজের ঘরের চারদেয়ালের ভেতরে আমরা ব্যক্তিগত কথাবার্তা, পারিবারিক আলাপ নিশ্চিন্তে করে থাকি। তবে ডিজিটাল যুগের বাস্তবতা ভিন্ন কথা বলছে। গবেষণায় দেখা গেছে, আমাদের ঘরে ব্যবহৃত ল্যাপটপ, স্মার্ট স্পিকার বা হেডফোন—এই সাধারণ ডিভাইসগুলোই ব্যবহার করে ব্যক্তিগত কথা শুনে নিচ্ছে হ্যাকাররা।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ফ্লোরিডা এবং জাপানের ইউনিভার্সিটি অব ইলেকট্রো-কমিউনিকেশনসের গবেষকেরা সম্প্রতি একটি নতুন নিরাপত্তা ত্রুটি (সিকিউরিটি ফ্ল) খুঁজে পেয়েছেন, যা সাধারণ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের জন্য উদ্বেগজনক বার্তা বয়ে এনেছে।
গবেষণায় দেখা গেছে, ল্যাপটপ, স্মার্ট স্পিকারসহ নানা ধরনের সাধারণ ইলেকট্রনিক ডিভাইসে থাকা মাইক্রোফোন থেকে অনিচ্ছাকৃতভাবে কিছু রেডিও সিগন্যাল ছড়ায়। এসব সিগন্যাল আসলে দূরবর্তী রেডিও যন্ত্র দিয়েও ধরা যায়, এমনকি পুরু কংক্রিট দেয়াল ভেদ করেও। শুধু একটি সাধারণ এফএম রেডিও রিসিভার ও একটি তামার তার (কপার ওয়্যার) ব্যবহার করেই এই কথোপকথন রেকর্ড করা সম্ভব। আর এই সিস্টেম তৈরির খরচ ১০০ ডলারেরও কম।
আরও আশঙ্কার বিষয় হলো—এসব রেকর্ডিংয়ে শব্দের মান প্রথমে দুর্বল থাকলেও আধুনিক সফটওয়্যারের মাধ্যমে তা স্পষ্ট করা সম্ভব। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে রেকর্ডিং থেকে নির্দিষ্ট শব্দ বা বাক্য খুঁজেও বের করে ফেলেছেন গবেষকেরা।