You have reached your daily news limit

Please log in to continue


৬০০ ম্যাচ পেরিয়ে, ৪২ বছর বয়সে প্রথমবার অধিনায়ক অ্যান্ডারসন

২৫ বছরের পেশাদার ক্যারিয়ার। ছয়শর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা। দেড় হাজারের বেশি উইকেট। এতটা পথ পেরিয়ে এবার নতুন এক স্বাদ পেতে যাচ্ছেন জেমস অ্যান্ডারসন। পেশাদার ক্রিকেটে প্রথমবারের মতো কোনো দলকে নেতৃত্ব দেবেন তিনি। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ারের পরবর্তী দুই ম্যাচে অধিনায়কত্ব করবেন টেস্ট ইতিহাসের সফলতম পেসার।

ল্যাঙ্কাশায়ার অধিনায়ক মার্কাস হ্যারিস প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়ায় ফেরার কারণে অন্তর্বর্তীকালীন দায়িত্বে দলকে নেতৃত্ব দেবেন আগামী মাসে ৪৩ বছর পূর্ণ করতে যাওয়া অ্যান্ডারসন।

এই মৌসুমে লাল বলে ল্যাঙ্কাশায়ারের তৃতীয় অধিনায়ক তিনি। তার আগে হ্যারিসও অন্তর্বর্তী দায়িত্বই পালন করছিলেন। এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপে বাজে শুরুর পর, প্রথম পাঁচ ম্যাচ পর অধিনায়কত্ব ছেড়ে দেন কিটন জেনিংস। পরে কোচের পদ থেকে সরে দাঁড়ান ডেল বেনকেনস্টাইনও।

আসরে এখন পর্যন্ত সাত ম্যাচে জয়ের দেখা পায়নি ল্যাঙ্কাশায়ার। দুটি ড্রয়ের পাশে হার পাঁচটি।

পরের ম্যাচে আগামী রোববার কেন্টের মুখোমুখি হবে তারা। এরপর ২৯ জুন থেকে তারা খেলবে ডার্বিশায়ারের বিপক্ষে। এই দুই ম্যাচে অ্যান্ডারসনকে অধিনায়ক হিসেবে পেয়ে উচ্ছ্বসিত ল্যাঙ্কাশায়ারের অন্তর্বর্তী কোচ স্টিভেন ক্রফট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন