অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের পরের আসরের ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের ১১ ক্রিকেটার। ক্রিকেট অস্ট্রেলিয়া আজ ড্রাফটে থাকা ৪৪০ পুরুষ ক্রিকেটার ও ১৪৫ জন নারী ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। আগামী বৃহস্পতিবার হবে আট দলের এই ড্রাফট।
ড্রাফটে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন মোস্তাফিজুর রহমান ও গত বছর বিগ ব্যাশের ড্রাফট থেকে দল পাওয়া রিশাদ হোসেন। বাকি ক্রিকেটাররা হলেন—মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়। গত বছর ড্রাফটে দল পেলেও বিপিএল নিয়ে ব্যস্ত থাকায় বিগ ব্যাশ খেলা হয়নি রিশাদের।