You have reached your daily news limit

Please log in to continue


আত্মগোপনে থাকা ফেরদৌস কবিতা লিখছেন ঋতুপর্ণার জন্য

সরকার পতনের পর থেকে চিত্রনায়ক ও সাবেক এমপি ফোরদৌস আহমেদ আছেন আত্মগোপনে। সেই অন্তরাল থেকেই কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের জন্য কবিতা লিখে আলোচনায় এসেছেন তিনি।

ফেইসবুকে ফেরদৌসের সঙ্গে নিজের ছবি আর সেই কবিতা পোস্ট করেছেন ঋতুপর্ণা।

অভিনেত্রী তার পোস্টে লিখেছেন, ফেরদৌসের কবিতা তার ‘পুরাতন’ সিনেমার সাফল্যের জন্য পাঠানো হয়েছে।

কিছুদিন আগে মুক্তি পায় ‘পুরাতন’; ঋতুপর্ণা জানিয়েছেন সিনেমার বিশেষ প্রদর্শনীতে থাকার কথা ছিল ফেরদৌসের।

অভিনেত্রী লিখেছেন, “এই কবিতা ‘পুরাতন’ সিনেমার সফলতার জন্য, তাই এটি আমার কাছেও বিশেষ। প্রদর্শনীর সময় আমরা তোমার কথা অনেক মনে করেছি। আশা করছি, খুব শিগগিরই তোমার সঙ্গে দেখা হবে, তোমার সঙ্গে কাজও হবে।”

ঋতুপর্ণার পোস্টটি চলতি মাসের ৭ তারিখের, ফেরদৌসের জন্মদিন ছিল সেদিন। সেখানে ফেরদৌসকে ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করে তার পরিবারের সদস্যদেরও শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা।

কবিতার লাইনগুলো হল- "পুরাতন সবই নতুন, আজ যা নতুন, কাল তা পুরাতন। পুরাতন পূর্ণতা দেয়, পুরাতন স্মৃতি কাতর করে। মাঝে মাঝে দীর্ঘশ্বাসও দেয়।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন